
বিএনপি চায় আগামী দিনে একটা অংশগ্রহণমূলক সংসদ হোক
বিএনপি চায় আগামী দিনে একটা অংশগ্রহণমূলক সংসদ হোক। শক্তিশালী বিরোধী দল হোক এবং প্রাণবন্ত বিতর্ক সংসদে ফিরে আসুক— বিএনপির এই অবস্থান, সংস্কার, আগামী সংসদ নির্বাচন, দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা দখল-চাঁদাবাজির অভিযোগ, লন্ডনে খালেদা জিয়ার সঙ্গে জামায়াতের আমিরের সাক্ষাৎসহ আরও অনেক বিষয়ে কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত বৃহস্পতিবার তাঁর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি সেলিম জাহিদ ও ফখরুল ইসলাম।
প্রথম আলো: আপনি বাণিজ্যমন্ত্রী ছিলেন। একই সঙ্গে আপনি বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির অন্যতম প্রধান। বিএনপি ক্ষমতায় এলে বাণিজ্য মন্ত্রণালয় নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়—কোনটি আপনার পছন্দের তালিকায় ওপরে থাকবে?
আমীর খসরু: এটা তো আমার দলের নেতৃত্বের সিদ্ধান্ত। আমাকে যদি দল কোনো দায়িত্ব দিতে চায়, আমি সব দায়িত্বই পালন করতে রাজি। আমরা যখন রাজনীতি করি, আমাদের সবকিছু কমবেশি জানতে হয় বুঝতে হয়। আপনাকে যে দায়িত্ব দেয়, সে দায়িত্বে পারফর্ম করার জন্য আপনাকে তৈরি থাকতে হবে।