-680e39d8370ce.jpg)
ফেসবুকে প্রচুর হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছেন, ব্যবস্থা নেবে মেটা
ফেসবুকের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সবার প্রিয় ফেসবুক। যত সময় এগিয়েছে, ততই সামাজিক মাধ্যম ফেসবুক আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। রেস্তোরাঁয় খাওয়া থেকে পার্কে, বন্ধুদের সঙ্গে হই হই থেকে অফিসের পিকনিক নানা মুহূর্তই পোস্ট করা হয়। আবার মনের নানা কথাও লেখেন ব্যবহারকারীরা। এ মুহূর্তে মেটার মাথাব্যথা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এ ধরনের ‘স্প্যামি কনটেন্ট’।
তাই ফেসবুকে ‘সাফাই অভিযানে’ নামছে মার্ক জুকারবার্গের সংস্থা— মেটা। গত বৃহস্পতিবারই ( ২৪ এপ্রিল) এ নিয়ে ঘোষণা করেছে তারা। জানিয়ে দিয়েছে ‘রিচ’ বাড়াতে এবং রোজগার করতে অনেকেই ফেসবুক অ্যালগরিদমের সঙ্গে ‘গেম’ খেলছেন। এবার আর এ ধরনের পোস্টকে বরদাশত করা হবে না।
মেটা জানিয়েছে, অনেকেই দীর্ঘ পোস্ট করেন। এর পর সেই পোস্টে প্রচুর হ্যাশট্যাগ ব্যবহার করেন। এবার থেকে এ ধরনের পোস্টে বিশেষ নজরদারি চালানো হবে। এমন ইমেজ ব্যবহার করা হচ্ছে, যার সঙ্গে পোস্টটির কোনো মিল নেই।
উদাহরণস্বরূপ বলা যায়, কেউ হয়তো কুকুরের ছবি পোস্ট করেছেন। অথচ ক্যাপশনে লিখলেন— Top 10 #AIRPLANE Facts। আবার অনেকে গাড়িসংক্রান্ত পোস্টে হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করেছেন— #VIRALCONTENT, #LIKEFORLIKE এবং #BOOST-এর মতো পোস্ট। এ ধরনের পোস্ট পেলে সেগুলোর রিচ কমিয়ে দেওয়া হবে। কেবল ফলোয়ারদের মধ্যেই সেই পোস্টটি সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি এ ধরনের পোস্ট থেকে কোনো অর্থ পাওয়া যাবে না।
- ট্যাগ:
- প্রযুক্তি
- হ্যাশট্যাগ
- ফেসবুক