সংস্কার ছাড়া নির্বাচন হলে পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসবে: জেএসডি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ২১:১৫

বিদ্যমান শাসনব্যবস্থার সংস্কার না করে নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে পুরোনো ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি। একই সঙ্গে দলটি মনে করে, জাতীয় সনদ আগামী প্রজন্মের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করবে। আজ রোববার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এসব কথা বলেন।


শহীদ উদ্দিন মাহমুদ স্বপন তাঁর বক্তব্যে বলেন, বিদ্যমান রাজনৈতিক বন্দোবস্তের ওপর দাঁড়িয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মাণ করা সম্ভব নয়। তিনি মনে করেন, শাসনব্যবস্থার কাঠামোগত সংস্কার অনিবার্য। ফ্যাসিবাদী শাসক যে ব্যবস্থাপনার ওপর দাঁড়িয়ে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠা করেছিলেন, মানুষ হত্যা করেছিলেন, মানুষের সব অধিকার হরণ করেছিলেন এবং জনগণের সম্পদ লুণ্ঠন করেছিলেন, ‘আয়নাঘর’ প্রতিষ্ঠাসহ রাষ্ট্রের সব কাঠামো ধ্বংস করেছিলেন—সেই রাষ্ট্রের সব কাঠামো এখন তলানিতে।


শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ‘এই বিদ্যমান ব্যবস্থার ওপর দাঁড়িয়ে এটিকে পুনর্বিন্যাস না করে কিংবা নতুন ক্ষমতায়নের দিকে গেলে পুরোনো ব্যবস্থা ফিরে আসার সম্ভাবনা থাকবে।’


জাতীয় সনদ তৈরির উদ্যোগকে যৌক্তিক ও কার্যকর মন্তব্য করে স্বপন বলেন, জাতীয় সনদ তৈরির জন্য যে কাজগুলো হচ্ছে, তা আজ, আগামীকাল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ঐতিহাসিক দলিল হিসেবে সংরক্ষিত থাকবে। তিনি বলেন, ‘তারা যতটুকু ঐকমত্য তৈরি করতে পারবেন, সেটি স্থায়ী হবে। তবে আগামী প্রজন্ম রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য নতুন ধারণা তৈরি করার ক্ষেত্রে এই দলিল থেকে সহায়তা নিতে পারবে।’ শহীদ উদ্দিন মাহমুদ স্বপন মনে করেন, রাজনৈতিক দলগুলোর ন্যূনতম ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা দরকার।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও