বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করছে বিএনপির লিয়াজোঁ কমিটি।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রোববার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে চারটায় এ বৈঠক শুরু হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দুপক্ষের মধ্যে এই আলোচনা লিয়াজোঁ কমিটির নিয়মিত বৈঠকের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপির পক্ষ থেকে বৈঠকে উপস্থিত আছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু।