
প্রথম সপ্তাহেই ৭০ লাখের বেশি ডাউনলোড, ঝড় তুলল ইনস্টাগ্রামের নতুন অ্যাপ
অ্যাপ স্টোরে চালুর প্রথম সপ্তাহের মধ্যে ৭০ লাখেরও বেশি বার ডাউনলোড হয়েছে মেটার নতুন ভিডিও এডিটিং অ্যাপ এডিটস। অ্যাপটি বর্তমানে ইনস্টাগ্রাম রিলস, স্টোরিজ এবং অন্যান্য সামাজিক পোস্টের জন্য ভিডিও তৈরি করতে সাহায্য করছে।
অ্যাপ বিশ্লেষণ প্ল্যাটফর্ম অ্যাপফিগারস–এর ডেটা অনুযায়ী, প্রথম দুই দিনে আইওএস ডিভাইসে অ্যাপটি প্রায় ৭ লাখ ২ হাজার ৯০০ বার ডাউনলোড হয়, যা ক্যাপকাটের এর প্রথম দুই দিনের ডাউনলোডের তুলনায় প্রায় ৩৭ গুণ বেশি।
তবে, এডিটস অ্যাপটির শুরুটা শুধু সংখ্যার দিক দিয়েই নয়, অন্যান্য দিক থেকেও শক্তিশালী ছিল।
বৃহস্পতিবার পর্যন্ত, আইওএসে ১২ লাখ বার ডাউনলোড হয়েছে এডিটস অ্যাপটি এবং অ্যান্ড্রয়েডে ডাউনলোড হয়েছে ৫৯ লাখ বার। অর্থাৎ প্রথম তিন দিনে মোট ৭১ লাখ বার ডাউনলোড হয়েছে। তুলনা করলে, ক্যাপকাট এর প্রথম তিন দিনে আইওএস ও অ্যান্ড্রয়েড মিলিয়ে ডাউনলোড হয়েছিল মাত্র ৮৩ হাজার ৫০০ বার ডাউনলোড হয়েছিল। এই পার্থক্য এডিটস অ্যাপের দ্রুত জনপ্রিয়তা অর্জন এবং মেটার শক্তিশালী সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কের প্রতিফলন।
- ট্যাগ:
- প্রযুক্তি
- ভিডিও এডিটর
- অ্যাপ ডাউনলোড