‘নগ্ন-কন্যা’ থেকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী

প্রথম আলো প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৫, ১০:৩১

ব্রুস উইলিস তখন সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা। ডেমি মুরই আর পিছিয়ে থাকবেন কেন। ‘স্ট্রিপটিস’ সিনেমার জন্য ১২.৫ মিলিয়ন ডলার পারিশ্রমিক নিয়ে তিনি হলেন সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। সময়টা নব্বই দশকের মাঝামাঝি; ব্রুস আর ডেমি তখন স্বামী-স্ত্রী। একই ঘরে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া দুই তারকা থাকেন, ভাবা যায়!


এই সাড়ে ১২ মিলিয়ন ডলার ডেমির জন্য সুখ্যাতি আর কুখ্যাতি দুই এনে দেয়। ১৯৯৫ সালে ‘স্ট্রিপটিজ’ সিনেমার পোস্টারে তাঁর সেই আবেদনময়ী পোজ এতটাই আলোচিত যে এখনো অভিনেত্রীর নাম লিখলে পরের লাইনে আপনাকে অবধারিতভাবে সিনেমার নামটিও লিখতে হয়। কারণ যতই তিনি ‘গোস্ট’, ‘ইনডিসেন্ট প্রপোজাল’, ‘ডিসক্লোজার’ করুন, মানুষ তাঁকে মনে রেখেছে ‘স্ট্রিপটিজ’-এর জন্য। এত দিন পরে এসে অবশ্য ‘স্ট্রিপটিজ’-এর বিব্রত ডেমি।


‘বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হওয়ার সুযোগ অবশ্যই লোভনীয় ছিল। তখন মনে হয়েছিল, এই সুযোগ কেন হাতছাড়া করব? আমার মনে হয়, অন্য যে কেউই এ প্রস্তাব গ্রহণ করত। কিন্তু এখন মনে হয় সিনেমায় কেবল শরীরই গুরুত্বপূর্ণ ছিল, এ জন্য আমি খুবই লজ্জিত।’ গত বছর দ্য নিউ ইয়র্ক টাইমস-এর পডকাস্টে বলেন ডেমি।  


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও