পাঁঠার মাংস খাওয়ায় প্রযোজককে দিয়ে বাসন মাজান নানা পাটেকার

যুগান্তর প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ১৫:১৭

বলিউডের অন্যতম জনপ্রিয় বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার। কৃতী অভিনেতা হওয়া সত্ত্বেও নিজের স্বভাবের জন্য বারবার বিতর্কে জড়ান ‘ওয়েলকাম’খ্যাত অভিনেতা। তিনি তার ক্যারিয়ারে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। 


জানা গেছে, চরিত্রাভিনেতা হিসেবে নানাই প্রথম কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন, যা ছিল সেই নায়কের পারিশ্রমিকের সমতুল্য। আর তা তাকে দিয়েও দেওয়া হয়। অবশ্য নিজের জীবনযাপনে বৈভবের ছাপ নেই। সাধারণ পোশাকে যাপিতজীবন। অধিকাংশ সময় থাকেন গলায় গামছা পরে। খান নিরামিষ খাবার খান। কিন্তু এক প্রযোজক নানার বাড়িতে পাঁঠার মাংস খেতেই প্রতিশোধ নিলেন অভিনেতা।


অভিনেতা পরেশ রাওয়াল নানার দীর্ঘ দিনের বন্ধু। শিল্পী হিসেবে সম্মান করেন নানাকে। তিনি বিভিন্ন সময় জানিয়েছেন, নানার ব্যক্তিত্বটাই আলাদা। তাকে ‘বস’ বলে সম্বোধনও করতেন পরেশ। নানার বাড়িতে পাঁঠার মাংস খাওয়ার ঘটনাটি নিয়ে পরেশ বলেন, আমাদের চেনাশোনা এক প্রযোজক ছিলেন। তিনি নানার বাড়িতে এসে পাঁঠার মাংস খান রাতে। নানা তখন বাধা দেননি। খাওয়া-দাওয়ার পর জিজ্ঞেস করেন, শান্তি করে খাওয়া হয়েছে তো? উত্তর আসতে সেই রাতেই বাসন মাজান সেই প্রযোজককে দিয়ে। নানা এমনই এক মানুষ। ওর ব্যাপারটাই আলাদা।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও