
অন্তিম শয়ানের আগে ফ্রান্সিসকে শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে লাখো মানুষ
অন্তিম শয়ানের আগে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা হাজির হয়েছেন।
শনিবার সেইন্ট পিটার’স চত্বরে স্থানীয় সময় দুপুর ২টা থেকে শুরু হতে যাওয়া প্রার্থনাসভায় অংশ নিয়ে তারা ফ্রান্সিসের পোপ থাকাকালীন কখনো শান্ত, কখনো উত্তাল সময়কে স্মরণ করবেন, জানাবেন ক্যাথলিক চার্চকে বদলে দিতে চাওয়া সাদামাটা পোপের প্রতি সম্মান।
এই অনুষ্ঠানে দেড়শর বেশি দেশের প্রতিনিধিরা উপস্থিতি থাকবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদের মধ্যে থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও, অভিবাসন প্রসঙ্গে যার সঙ্গে পোপের দৃষ্টিভঙ্গির যোজন যোজন দূরত্ব প্রায়ই দৃষ্টিগোচর হয়েছে।
আর্জেন্টিনায় জন্ম নেওয়া ফ্রান্সিস ৮৮ বছর বয়সে গত সপ্তাহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর পরপরই প্রায় দেড়শ কোটি অনুসারীর ক্যাথলিক চার্চ পোপ বিদায়ের প্রাচীন রীতি ও আনুষ্ঠানিকতা শুরু করে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শেষ শ্রদ্ধা
- পোপ ফ্রান্সিস