
‘নীলচক্র’ দিয়ে ঈদে ফিরছেন শুভ
কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল কোরবানির ঈদে ‘নীলচক্র’ সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন আরিফিন শুভ। অবশেষে সেই খবর নিশ্চিত করলেন পরিচালক মিঠু খান। গতকাল আজকের পত্রিকাকে তিনি জানান, কোরবানির ঈদেই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নীলচক্র।
গত বৃহস্পতিবার নীলচক্র সিনেমার একটি ভিডিও ক্লিপ শেয়ার করে আরিফিন শুভ লেখেন, ‘আসছে’। ১৯ সেকেন্ডের সেই ভিডিও দেখে ধারণা করা যায়, নীলচক্রে আইন প্রয়োগকারী কোনো সংস্থার সদস্যের চরিত্রে অভিনয় করেছেন শুভ; যার নাম ফয়সাল। ভিডিওতে দেখা যায়, সন্দেহভাজন একজনের কাছ থেকে সত্য প্রকাশ করার জন্য শরীরের স্পর্শকাতর অংশে আগুন লাগিয়ে দিচ্ছেন তিনি। ভিডিও প্রকাশের পর ভক্তরা শুভকে শুভেচ্ছা জানাচ্ছেন। শুভকামনা জানিয়েছেন শোবিজের সহকর্মীরাও।
অনলাইন মিডিয়ার নানা প্রলোভনের ফাঁদে জড়িয়ে পড়া মানুষের গল্প নিয়ে তৈরি হয়েছে নীলচক্র। প্রযুক্তির কল্যাণে বিভিন্ন মাধ্যমের নেশায় বুঁদ হয়ে আছে নতুন প্রজন্ম। সেই সুযোগ কাজে লাগিয়ে আকর্ষণীয় নানা ফাঁদ তৈরি করে অনেকেই নিজেদের কার্যসিদ্ধি করে নিচ্ছে। অনেকেই পা দিচ্ছে সেই ফাঁদে। প্রযুক্তির সেই ফাঁদের গল্প নিয়ে নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে নীলচক্রের চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।
- ট্যাগ:
- বিনোদন
- কাজে ফেরা
- ঈদের সিনেমা
- আরিফিন শুভ