ক্যালিফোর্নিয়ার অর্থনীতি এখন জাপানের চেয়েও বড়

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ১১:৩২

এতদিন জাপান ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। কিন্তু জাপান সেই মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য, ক্যালিফোর্নিয়ার কাছে। এই অঙ্গরাজ্য এখন বিশ্বের চতুর্থ অর্থনীতি।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনমিক অ্যানালিসিসের তথ্যের বরাত দিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন, ২০২৪ সালে এই অঙ্গরাজ্যের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪ দশমিক ১ ট্রিলিয়ন (৪১ লাখ কোটি) ডলার ছুঁয়েছে। জাপানের জিডিপি ৪ দশমিক শূন্য ১ ট্রিলিয়ন (৪০ লাখ ১০ হাজার) ডলার। সামগ্রিকভাবে এখন অর্থনীতির আকারে ক্যালিফোর্নিয়ার আগে রয়েছে জার্মানি (তৃতীয়), চীন (দ্বিতীয়) ও যুক্তরাষ্ট্র (প্রথম)।


নতুন এ তথ্য এমন সময় এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনসহ বাণিজ্য অংশীদারদের সঙ্গে বাণিজ্যযুদ্ধে নেমেছেন। তাঁর পাল্টা শুল্কারোপের ঘোষণায় এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ পুরো বিশ্বের অর্থনীতি টালমাটাল পরিস্থিতিতে পড়েছে।


ক্যালিফোর্নিয়ার গভর্নর ডেমাক্র্যাট নেতা গ্যাভিন নিউসম নিজের অঙ্গরাজ্যের অর্থনীতি বাঁচাতে এরই মধ্যে ট্রাম্পের পাল্টা শুল্কারোপের বিরুদ্ধে আদালতেও গেছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও