
আবাহনী-মোহামেডানের ঢাকা ডার্বি আজ
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা লড়াইটা বলা যায় এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যে। টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পয়েন্ট টেবিলের তিনে আছে বটে, কিন্তু অনেকটা দূরত্ব (১০ পয়েন্টের) নিয়ে। তাই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে আজ আবাহনী-মোহামেডানের ঐতিহ্যবাহী দ্বৈরথটি পাচ্ছে আলাদা গুরুত্ব।
১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে মোহামেডান। আলফাজ আহমেদের দল এখন পর্যন্ত হারের দেখা পেয়েছে এক ম্যাচে। ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব তেমন কোনো অসুবিধায় ফেলতে পারেনি তাদের। মৌসুমজুড়ে দারুণ ছন্দেই আছে তারা। সর্বশেষ ম্যাচে বসুন্ধরাকে হারিয়ে আরও সহজ করেছে শিরোপাজয়ের পথ। তবে আবাহনী ঠিকই নিশ্বাস ফেলছে তাদের ঘাড়ে।
৪ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আবাহনী (২৬)। তাই ধানমন্ডির ক্লাবটি ব্যবধান কমাতে মুখিয়ে আছে আজকের ম্যাচটি জিততে। ফেডারেশন কাপে বসুন্ধরার বিপক্ষে তাদের ফাইনালটি এখনো অসমাপ্ত রয়েছে। শিরোপা জিতে থাকলে আত্মবিশ্বাসের পারদটা আরও উঁচুতে থাকত মারুফুল হকের দলের।
লিগে প্রথম দেখায় কুমিল্লাতেই আবাহনীকে ১-০ গোলে হারিয়েছিল মোহামেডান। দলের হয়ে একমাত্র গোলটি করেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে। এবারও তাঁর ওপর থাকছে গুরুদায়িত্ব। আজ এর পুনরাবৃত্তি করলে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল হবে তাদের। তাই নিজেদের এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজ মাঠে নামবে তারা। জিতলে ব্যবধান হবে ৭ পয়েন্টের।
- ট্যাগ:
- খেলা
- বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ