 
                    
                    কান উৎসবে লড়বে আদনানের ‘আলী’
                        
                            ঢাকা পোষ্ট
                        
                        
                        
                         প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৪৫
                        
                    
                বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব কান-এর ৭৮তম আসরে এবার স্থান পেল বাংলাদেশ। সেখানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে স্থান করে নিয়েছে পরিচালক আদনান আল রাজীবের ‘আলী’। এর মাধ্যমে কান উৎসবে বিভাগীয় প্রতিযোগীতায় প্রথমবারের মতো নাম উঠল বাংলাদেশের।
গেল শুক্রবার এই বিভাগের কম্পিটিশনে থাকা ১১টি সিনেমার নাম প্রকাশ করা হয়। এর মধ্যে কল্পকাহিনীভিত্তিক ছবি রয়েছে ৯টি আর রয়েছে ২টি অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য ছবি। যার মধ্যে তালিকায় রয়েছে আদনানের ‘আলী’।
১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির প্রযোজনায় আছেন বাংলাদেশের তানভীর হোসেন ও ফিলিপাইনের ক্রিস্টিন ডি লিওন।
এমন একটি অর্জন বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্টদের আনন্দিত করবেই, এবং এটি তরুণদের অনেক বেশি অনুপ্রাণিত করবে বলে মনে করছেন প্রযোজক তানভীর হোসেন।

