You have reached your daily news limit

Please log in to continue


বিসিএস স্বাস্থ্য: চিকিৎসকদের জন্য ৩ হাজার নতুন পদ

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তারা বড় সুখবর পেতে যাচ্ছেন। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে পদোন্নতি দিতে চিকিৎসকদের জন্য ৩ হাজার ৩০টি সংখ্যাতিরিক্ত (সুপারনিউমারারি) পদ সৃষ্টি করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে অধ্যাপকের ১৫০টি, সহযোগী অধ্যাপকের ৮৫০ ও সহকারী অধ্যাপকের ২ হাজার ৩০টি পদ থাকবে।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আগামীকাল রোববার প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় ৩ হাজার ৩০টি পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপনের কথা রয়েছে। সচিব কমিটিতে পাঠানো স্বাস্থ্য সেবা বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, পদের অভাবে পদোন্নতির সুযোগ না থাকায় স্বাস্থ্য ক্যাডারে বিপুলসংখ্যক চিকিৎসককে মেডিকেল অফিসারের পদ থেকেই অবসরে যেতে হচ্ছে। সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপকের স্থায়ী পদ কম থাকায় মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও বিশেষায়িত প্রতিষ্ঠানের চিকিৎসা শিক্ষা এবং সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

প্রসঙ্গত, যথেষ্ট স্থায়ী পদ না থাকায় সংখ্যাতিরিক্ত পদ সৃষ্টি করে প্রশাসন ও পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে আসছে সরকার।

চিকিৎসা শিক্ষার গুণগত মান বাড়ানো, বিপুলসংখ্যক রোগীর বিশেষায়িত ও ক্লিনিক্যাল সেবা নিশ্চিত করা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের কর্মক্ষেত্রের হতাশা দূর করে সামাজিক ও পেশাগত মর্যাদা বাড়ানোর লক্ষ্যে স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তাদের জন্য সংখ্যাতিরিক্ত পদগুলো সৃষ্টির প্রস্তাব করেছে স্বাস্থ্য সেবা বিভাগ। এতে স্বাস্থ্য উপদেষ্টার সম্মতি রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন