
দুর্বল ব্যাংক একীভূত করতে সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক-আইএমএফ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১৮:৪৭
দুর্বল ব্যাংকগুলো সংস্কারের বড় উদ্যোগের কথা বারবার বলে আসছে কেন্দ্রীয় ব্যাংক। আগামীতে সবল কোনো ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংকগুলোকে একীভূত করা হবে। বিষয়টি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় উত্থাপন করে বাংলাদেশ। সেইসঙ্গে পাচারেরর টাকা ফেরতে খেলাপিদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে বিশ্বব্যাংকের ও আন্তর্জাতিক সহায়তা চাওয়া হয়েছে। রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে। এজন্য ব্যাংকগুলোকে প্রস্তুত থাকতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংক একীভূতকরণে বিশ্বব্যাংক ও আইএমএফ টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি অর্থায়ন করতে সম্মত হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি বলেন, আগামী বাজেট কী হবে তা বলা মুশকিল। তিন বিলিয়ন ডলারের বাজেট সাপোর্ট মিলবে। এগুলো পেতে ঋণচুক্তি হবে।