ট্রাম্পের শুল্কের প্রভাব নিয়ে সতর্ক করছেন বড় মার্কিন কোম্পানির শীর্ষ নির্বাহীরা

প্রথম আলো প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১৮:৪৬

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের প্রভাবে পণ্যের দাম বাড়বে। এতে কোম্পানির মুনাফা কমে যাবে। তার প্রভাবে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। শুধু তা–ই নয়, মন্দা বৃদ্ধির শঙ্কাও তৈরি হয়েছে।


যুক্তরাষ্ট্রের সুপরিচিত কোম্পানির নির্বাহীরা এভাবেই নিজেদের কোম্পানি ও বৃহত্তর অর্থনীতিতে পাল্টা শুল্কের প্রভাব সম্পর্কে সতর্ক করেছেন। প্রযুক্তি কোম্পানি ইন্টেল, জুতার ব্র্যান্ড স্কেচার্স, ভোগ্যপণ্য বিক্রেতা প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (পিঅ্যান্ডজি) ইতিমধ্যে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তাদের মুনাফার পূর্বাভাস কমিয়ে দিয়েছে। তার প্রভাবে কোন কোন কোম্পানির শেয়ারের দাম কমেছে।


বাণিজ্য–ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের যেসব দেশ থেকে পণ্য আমদানি করে সেসব দেশের ওপর ২ এপ্রিল ন্যূনতম ১০ শতাংশ পাল্টা শুল্ক বা রেসিপ্রোকাল ট্যারিফ আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৫৭ দেশের ওপর বিভিন্ন হারে বাড়তি পাল্টা শুল্ক বসানো হয়। ৯ এপ্রিল পাল্টা শুল্ক কার্যকরের দিন অনেকটা ‘ইউটার্ন’ করে তা তিন মাসের জন্য স্থগিত করেন প্রেসিডেন্ট। যদিও সব দেশের ওপর ন্যূনতম ১০ শতাংশ পাল্টা শুল্ক কার্যকর করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও