পোস্ট দিয়ে ক্রিকেট থেকে বিরতি নিলেন পাকিস্তানের নারী তারকা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১৬:৪৯

ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তান নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নিদা দার। আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের আইডিতে এক পোস্ট করে এ ঘোষণা দেন তিনি।


আকস্মিক এই সিদ্ধান্ত নেওয়ার পেছনের কারণ হিসেবে মানসিক স্বাস্থ্যের সমস্যার কথা জানান নিদা। সম্প্রতি ব্যক্তিগত ও পেশাগতভাবে অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন, যা তার মানসিক স্বাস্থ্যে গুরুতর প্রভাব ফেলেছে বলে উল্লেখ করেন। এই সমস্যা থেকে সেরে উঠতে কিছুদিনের জন্য বিরতিতে যাওয়া প্রয়োজন মনে করেই ওপরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


পোস্টে নিদা বলেন, ‘অত্যন্ত সতর্ককতার সঙ্গে চিন্তা করেই আমি সাময়িকভাবে ক্রিকেট থেকে বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যেন আমার মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাকে অগ্রাধিকার দিতে পারি।’


‘সাম্প্রতিক ব্যক্তিগত ও পেশাগত চ্যালেঞ্জগুলো আমার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছে, তাই কিছু সময় নিজের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও