ভেঙে পড়েছেন মাহি

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ১০:১০

সম্প্রতি এক অনুষ্ঠানে পারফর্ম করার সময় পরিহিত পোশাক ও নাচের অঙ্গভঙ্গি নিয়ে সমালোচিত হন অভিনেত্রী সামিরা খান মাহি। ব্যাপক সমালোচনায় বিরক্ত হলেও সে সময় দিয়েছিলেন পোশাক নিয়ে কটাক্ষের ব্যাখ্যা। সেই সমালোচনার রেশ কাটার আগেই জানা গেল, ভেঙে গেছে তাঁর প্রেমের সম্পর্ক। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ট্রোলড, ব্যক্তিজীবনে সম্পর্কের ভাঙন—সব মিলিয়ে এই কঠিন সময়ে ভেঙে পড়েছেন বলে জানালেন মাহি।


বছর দুয়েক আগে ইনস্টাগ্রামে প্রেমিক সাদাত শাফি নাবিলের সঙ্গে ছবি শেয়ার করে নিজেদের সম্পর্কের কথা জানিয়েছিলেন মাহি। সে সময় তিনি জানিয়েছিলেন, কোভিডের আগে ইনস্টাগ্রামে তাঁদের পরিচয়। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। গতকাল ইনস্টাগ্রামেই জানালেন সম্পর্ক ভেঙে যাওয়ার খবর।


ইনস্টাগ্রামে মাহি লেখেন, ‘কয়েক দিন ধরে খুব কষ্ট হচ্ছে। ট্রোলড হওয়া থেকে শুরু করে, আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা এবং আমার নিজের সম্পর্ক ভেঙে যাওয়া—সবকিছু মিলিয়ে ভিতরটা একেবারে খালি খালি লাগছে। খুব ক্লান্ত, এলোমেলো লাগছে নিজেকে।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও