স্বস্তি ফিরেছে পেঁয়াজের বাজারে, সুখবর চালেও

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৫

গত সপ্তাহে হঠাৎ বেড়ে যাওয়া পেঁয়াজের বাজারে স্বস্তি ফিরেছে। কেজিপ্রতি ১০ টাকা কমেছে দেশি পেঁয়াজের দাম। রাজধানীর বাজারগুলোতে ভালো মানের দেশি পেঁয়াজ প্রতি কেজি ৫৫ টাকায় পাওয়া যাচ্ছে।


বিক্রেতারা বলছেন, পেঁয়াজের দাম কৃত্রিমভাবে বাড়ানো হয়েছিল। বিভিন্ন সংস্থার বাজার অভিযানে তাই আবার কমে গেছে। অনেকের অভিযোগ, আমদানির রাস্তা খুলতেই এ সংকট সৃষ্টি করা হয়েছিল।


পেঁয়াজের মতো চলতি সপ্তাহে সুখবর পাওয়া গেছে চালের বাজারেও। বোরো মৌসুমের নতুন ধানের চাল বাজারে আসতে থাকায় কিছু কিছু চালের দাম কেজিপ্রতি ৩ টাকা পর্যন্ত কমেছে। তবে আমদানির চালের দাম আগের মতোই বাড়তি রয়েছে।


চলতি মাসের মাঝামাঝি থেকে হঠাৎ পেঁয়াজের দাম বাড়তে থাকে। এক সপ্তাহের মধ্যে ৪০-৫০ টাকা কেজির দেশি পেঁয়াজের দাম বেড়ে ৬৫-৭০ টাকায় ওঠে। অথচ দেশে পেঁয়াজের কোনো সংকট নেই। সরবরাহও স্বাভাবিক ছিল। এমন পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর গত সোমবার থেকে অভিযান শুরু করে। এরপর ধীরে ধীরে দাম কমতে থাকে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও