এক মাসে হত্যা তিন শর বেশি

কালের কণ্ঠ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৫, ০৮:৩৪

দেশে গত মার্চ মাসে ৩১৬টি হত্যাকাণ্ড ঘটেছে। প্রতিটি খুনের ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে। সে অনুযায়ী গড়ে প্রতিদিন ১০টির বেশি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি মাসেও এই ধারা অব্যাহত রয়েছে।


গত ২৩ এপ্রিল পর্যন্ত দেশের বিভিন্ন থানায় শতাধিক খুনের ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে।


সর্বশেষ আলোচিত ঘটনার মধ্যে রয়েছে রাজধানীর বনানীতে তুচ্ছ ঘটনায় বেসরকারি প্রাইমএশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড। সম্প্রতি এ ধরনের তুচ্ছ কারণে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এসব হত্যাকাণ্ডের তথ্য বিশ্লেষণ করে বেশ কয়েকটি কারণ পাওয়া গেছে।


সমাজ ও অপরাধ বিশ্লেষকরা বলছেন, মূল্যবোধের অবক্ষয়ে সামাজিক সহিংসতা চরম আকার ধারণ করায় এসব হত্যার ঘটনা ঘটছে। এতে সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল নিজের ঘরও সময়ে সময়ে অনিরাপদ হয়ে উঠছে। কিছু ক্ষেত্রে সহিংসতার বলি হচ্ছে শিশু।


পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, দেশে গত মার্চ মাসে ৩১৬টি হত্যাকাণ্ড ঘটে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও