কাতালুনিয়ায় গিয়ে সময় দেবেন—এই শর্তে জোড়া লাগছে গার্দিওলার সংসার

প্রথম আলো প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ২০:২৭

কোনো স্থাপনা ভেঙে গেলে সিমেন্ট–বালু দিয়ে তা আবার জোড়া লাগানো যায়। কিন্তু মন ভাঙলে?


ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে তাঁর স্ত্রী ক্রিস্তিনা সেরার বিচ্ছেদের খবর সামনে এসেছিল জানুয়ারিতে। শোনা গিয়েছিল, গার্দিওলা কর্তৃক স্ত্রীকে যথেষ্ট সময় না দেওয়া বিচ্ছেদের প্রধানতম কারণ। এবার স্প্যানিশ সংবাদমাধ্যম এন ব্লাউ ভিআইপি বলছে, গার্দিওলা আবার সম্পর্কটা জোড়া লাগানোর চেষ্টা করছেন।


জানুয়ারিতে স্পেনের সংবাদমাধ্যম ‘এল পেরিওদিকো’র প্রতিবেদনে বলা হয়েছিল, গত নভেম্বরে সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি নবায়ন করাটা ভালোভাবে নেননি ক্রিস্তিনা, যা বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। তবে সম্পর্ক ভাঙলেও গার্দিওলা ও ক্রিস্তিনার কেউই আঙুল থেকে বিয়ের আংটি এখনো খোলেননি বলে খবর এন ব্লাউ ভিআইপির।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও