
প্রয়োজনে অমুসলিম প্রার্থী দেবে জামায়াত, নারী শুধু সংরক্ষিত আসনে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের শাসনামলে বহুবার তিনি বিভিন্ন মামলায় কারাবন্দি ছিলেন। জামায়াতে ইসলামীর বর্তমান রাজনীতি, নির্বাচন ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ নানা বিষয়ে কথা বলেন জাগো নিউজের সঙ্গে।
ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য হওয়ার সম্ভাবনার কথা বলছেন। জোট হলে তা কি শুধু ভোটের জন্য হবে, নাকি একই সঙ্গে রাজনীতি করার বিষয়ও আছে?
মিয়া গোলাম পরওয়ার: ইসলামিক দলগুলোর মধ্যে একটা সমঝোতার মাধ্যমে নির্বাচনের আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনার কয়েকটা স্তর আছে। এটি জোট হবে নাকি আসন সমাঝোতা হবে, জোট হলে কারা সেই জোটের নেতা হবে, সমাঝোতা হলে কাদের সঙ্গে হবে- এ বিষয়গুলো নির্বাচন যত কাছে আসবে তত বেশি এগিয়ে আসবে। এর জন্য একটু সময় লাগবে।
জামায়াত ইসলামি দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করেছে। সবার মধ্যেই আন্তরিকতা লক্ষ্য করা যাচ্ছে। নিজেরা নিজেরা আলোচনা করছেন। এজন্য দেশের মানুষ আশাবাদী ইসলামিক দলগুলোর মধ্যে একটি ঐক্য হয়তো সম্ভব হবে।
এছাড়া অন্য রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করেছিল, তাদের সঙ্গে আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক আলোচনা চলছে। জুলাই অভ্যুত্থানের চেতনা লালন করে কখন এরকম একটি জোট দেখা দেবে তা আসলে সময়ই বলে দেবে। তবে এর সম্ভাবনা আছে।
জামায়াত নির্বাচনে অমুসলিম ও নারীদের প্রার্থী করবে কি না?
মিয়া গোলাম পরওয়ার: এ নিয়ে আমাদের পার্লামেন্টারি বোর্ডে আলাপ হয়েছে। যারা জামায়াতের রাজনৈতিক, অর্থনৈতিক ও দেশ গড়ার কর্মসূচির সঙ্গে একাত্ম থাকবে তাদের প্রার্থী করার বিষয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে। প্রয়োজন হলে এবং উপযুক্ত প্রার্থী পেলে তাদের (অমুসলিম) থেকেও প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত আছে। তবে এখনো কাউকে সিলেক্ট করা হয়নি।