
ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন: লক্ষ্মীপুরে এ্যানি
ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। আজ শুক্রবার দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চবিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
শহীদ উদ্দিন চৌধুরী বলেছেন, ‘রমজানের আগে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয়, তাহলে আমরা ধরেই নিতে পারি, বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি) এ সরকারের প্রতিনিধিত্ব করবে। তারেক রহমান সে সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এখন থেকে তারেক রহমান সে প্রস্তুতি নিচ্ছেন, ১৮০ দিনে কী করবেন, ৩৬৫ দিনে কী করবেন। তাই নতুন চিন্তায় বর্বর-জঙ্গি যুগকে পাশ কাটিয়ে, ১৭ বছরের ট্রেন্ডকে বাদ দিয়ে, নতুন ট্রেন্ডে, নতুন চিন্তায় বাংলাদেশকে বিনির্মাণে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।’