
কাশ্মীর হামলা: পাকিস্তানের বিষয়ে কঠোর প্রতিক্রিয়া ভারতের
কাশ্মীরের একটি পর্যটন গন্তব্যে সন্দেহভাজন জঙ্গিদের হামলায় ২৬ জন পুরুষ নিহত হওয়ার পরদিন প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হ্রাস করার বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত।
বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক মিডিয়া ব্রিফিংয়ে জানান, বিশেষ নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে কাশ্মীর হামলায় আন্তঃসীমান্ত সম্পৃক্ততার বিষয়টি জোরালোভাবে আলোচিত হয়েছে আর তাতে পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি জানান, নয়া দিল্লি অবিলম্বে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করছে, পাকিস্তান যে পর্যন্ত ‘আন্তঃসীমান্ত সন্ত্রাসের প্রতি তাদের সমর্থন বিশ্বাসযোগ্য ও অপরিপর্তনীয়ভাবে পরিত্যাগ না করছে’ সে পর্যন্ত চুক্তিটি স্থগিত থাকবে।
রয়টার্স জানিয়েছে, ১৯৬০ সালে বিশ্ব ব্যাংকের সহায়তায় দুই প্রতিবেশীর মধ্যে সিন্ধু নদের পানি বন্টন নিয়ে এ চুক্তি হয়েছিল। এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদ ও এর শাখা নদীগুলোর পানি দুই দেশের মধ্যে ভাগ ও বন্টন নিয়ন্ত্রিত হতো। দুই প্রতিবেশীর মধ্যে বেশ কয়েকটি যুদ্ধের পরও এই চুক্তিটি টিকে ছিল।
পাকিস্তান তার জলবিদ্যুৎ ও সেচের জন্য ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে নেমে আসা এসব নদীর পানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই চুক্তি স্থগিত করার মাধ্যমে ভারত পাকিস্তানকে এই নদীগুলোর পানির হিস্যা দেওয়া থেকে বঞ্চিত করতে পারবে।