হাত-পা বিচ্ছিন্ন করে বিএনপি কর্মীকে হত্যা : মূলহোতাসহ গ্রেপ্তার ৭

কালের কণ্ঠ সোনাগাজী প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৬

ফেনীর সোনাগাজীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবুল হাশেম (৫৫) নামের এক বিএনপিকর্মীকে খুঁটিতে বেঁধে হাত-পা বিচ্ছিন্ন করে হত্যার ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি বোরকা, একটি দা, দুটি রক্ত মাখা রড, একটি ওড়না, তিন প্যাকেট বিস্কুট উদ্ধার করা হয়।


মঙ্গলবার দিবাগত রাত ও বুধবার নোয়াখালী ও সোনাগাজীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


গ্রেপ্তাররা হলেন- হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আক্তার হোসেন (৩৫), রাকিব (২৫), সোলেমান (৪৫), শেখ রাসেল (৩০), শিপন (৩০), বেলায়েত হোসেন (৩০) ও আবুল হোসেন (৪৬)।


পুলিশ সূত্র জানায়, জমির বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে খুন হওয়া আবুল হাশেম গংদের সঙ্গে একই গ্রামের আমির হোসেন ননা গংদের দ্বন্দ্ব চলছিল। উভয় পরিবারের দ্বন্দ্বে ২০২১ সালের ৩১ মে আমির হোসেনের ভাই কৃষক বেলাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় আমির হোসেন বাদী হয়ে হাশেমসহ ১০ জনকে আসামি করে মামলা দায়ের করলে হাশেমসহ অপর আসামিরা গ্রেপ্তার হন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও