কাশ্মীরে জঙ্গি হামলা: সদ্যবিবাহিত নৌ-কর্মকর্তা নিহত, পুরুষরাই ছিল নিশানা

বিডি নিউজ ২৪ কাশ্মীর প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১৭:৪৬

ভারত শাসিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগামে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় প্রিয়জন হারিয়েছেন নানা প্রান্তের মানুষ। মাত্র সাত দিন আগে বিয়ে করে কাশ্মীরে বেড়াতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক নৌ-কর্মকর্তা। স্ত্রীর চোখের সামনে স্বামী নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।


প্রত্যক্ষদর্শীর ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা নারী-পুরুষকে আলাদা করে বিশেষ করে পুরুষদের নিশানা করেই গুলি চালিয়েছে। হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। আহত হয়েছেন আরও ১০ জন। ভয়াবহ হামলার সেই মুহূর্তের বর্ণনা দিয়েছেন বেঁচে যাওয়া পর্যটকরা।


পর্যটকদের একটি দলের উপর আচমকাই গুলি চালিয়েছিল বন্দুকধারীরা। কর্ণাটক রাজ্যের শিবমোগ্গার বাসিন্দা পল্লবী জানান, তার স্বামী মঞ্জুনাথ জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন চোখের সামনেই। তিনি বলেন, “আমরা কাশ্মীর গিয়েছিলাম বেড়াতে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও