
খ্যাতির শীর্ষে থেকেও হলিউডকে বিদায় বলেছেন এই ৫ তারকা
প্রথম আলো
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১৬:৩৮
নতুন সিনেমা না হয় বিচারকের দায়িত্ব; দুনিয়ার নানা প্রান্তের উৎসবে দেখা যায় কেট ব্ল্যানচেটকে। ৫৫ বছর বয়সী এই অভিনেত্রী এখনো হলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েকবার অভিনয় থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন।
সম্প্রতি রেডিও টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি যখন আমার পরিবারের দিকে তাকাই, তখন শুধু এটাই মনে হয় (যে অভিনয় ছেড়ে দিতে হবে)। আমি অভিনয় থেকে দূরে থাকার ব্যাপারে বেশ সিরিয়াস।’ তবে খ্যাতির শীর্ষে থেকেও অভিনয় ছাড়া নিয়ে কথা বলা তিনিই প্রথম তারকা নন। এর আগেই অনেক অভিনয়শিল্পী বিষয়টি নিয়ে কথা বলেছেন, কেউ অভিনয় ছেড়েছেন। কেউ আবার দীর্ঘ বিরতির পর ফিরেছেন। বিভিন্ন সময়ে হলিউডকে বিদায় বলেছেন, এমন পাঁচ অভিনয়শিল্পীর গল্প জেনে নেওয়া যাক।