ঢাকাই সিনেমায় নায়িকা সংকট রয়েছে- এ কথাটি অবশ্য মানতে নারাজ প্রযোজক পরিচালকরা। তাদের দাবি, নায়িকা পর্যাপ্ত আছে। তবে দর্শক গ্রহণযোগ্য চাহিদাসম্পন্ন নায়িকার সংকট রয়েছে।
এছাড়াও অনেক নায়িকা রয়েছেন ইমেজ ও অস্তিত্ব সংকটে। একসময় এসব নায়িকার চাহিদা থাকলেও, এখন আর কোন চাহিদা নেই। দর্শক চাহিদা না থাকায়, প্রযোজক পরিচালকের আগ্রহ নেই তাদের নিয়ে। ব্যক্তিগত গুজব-গুঞ্জন, বিয়ে-বিচ্ছেদসহ আরও অনেক কারণে প্রতিষ্ঠিত এসব নায়িকারা নিজেদের ইমেজ হারাচ্ছেন। ফলে ভুগছেন অস্তিত্ব সংকটে। তাদের কারও কারও নাম শুনলেই দর্শকের মধ্যে যেন আতঙ্ক ভর করে।
সংশ্লিষ্টদের মতে, গুটিকয়েক নায়িকা বর্তমানে সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। বাকিদের কোনো কাজ নেই। আলোচনায় থাকতে ব্যক্তিগত নানাবিধ বিতর্কিত ইস্যু সামনে নিয়ে আসছেন।
৯০ দশকের পর্দা কাঁপানো মৌসুমী, শাবনূর, পপি, পূর্ণিমাদের মতো নায়িকা এখন আর তৈরি হচ্ছে না। যারা কিছুটা অবস্থান তৈরি করেছিলেন তাদের মধ্যে অনেকরই এখন অভিনয়ে মনোযোগ নেই। ব্যক্তি জীবন নিয়েই তারা বেশি ব্যস্ত। এ কারণেই নায়িকা সংকট তৈরি হয়েছে। কারণ, নামসর্ব্যস্ব অনেক নায়িকা রয়েছে ইন্ডাস্ট্রিতে, কিন্তু তাদের প্রধান নায়িকা করে সিনেমা বানিয়ে লোকসানের পাল্লা আর ভারি করতে চাননা প্রযোজকরা।