You have reached your daily news limit

Please log in to continue


এবার মোবাইল ফোনের ক্যামেরায় বাস্তব জগৎ দেখবে মাস্কের গ্রোক এআই

গ্রোক চ্যাটবটের নতুন ফিচার ‘গ্রোক ভিশন’ উন্মোচন করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা স্মার্টফোনের ক্যামেরা দিয়ে কোনো পণ্য, সাইনবোর্ড বা ডকুমেন্টের দিকে তাক করলেই গ্রোক সেই বস্তু চিহ্নিত করে প্রশ্নের উত্তর দিতে পারবে।

মঙ্গলবার এক ঘোষণায় এক্স এআই জানিয়েছে, আপাতত শুধু আইওএস ব্যবহারকারীরাই গ্রোক অ্যাপের মাধ্যমে এই ফিচার ব্যবহার করতে পারবেন। অ্যান্ড্রয়েড সংস্করণে এটি এখনো চালু হয়নি।

নতুন ফিচার হিসেবে গ্রোকে যোগ হয়েছে আরও কিছু আকর্ষণীয় সক্ষমতা। এর মধ্যে রয়েছে বহু ভাষায় অডিও সাপোর্ট এবং রিয়েল-টাইম সার্চ সুবিধা, যা পাওয়া যাবে গ্রোকের ‘ভয়েস মোডে’। তবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন শুধু মাসিক ৩০ ডলারের সাবস্ক্রিপশনভিত্তিক ‘সুপারগ্রোক’ প্ল্যানে।

এক্সএআইয়ের নতুন ভিশন ফিচারের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রোক এখন শুধু শব্দ নয়, ছবিও বুঝতে পারছে। এই দৃষ্টিশক্তি-সম্পন্ন ফিচারটি ই-কমার্স, শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ নানা খাতে ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

চিকিৎসাক্ষেত্রে এটি ব্যবহার করে ছবির মাধ্যমে রোগ নির্ণয় করতে পারবেন। শিক্ষাক্ষেত্রে বই, বোর্ড বা প্রকল্পের চিত্র বিশ্লেষণ করে ছাত্রছাত্রীদের সহায়তা করতে পারবে গ্রোক। এমনকি গ্রাফিক ডিজাইন কিংবা পণ্যের নকশার ক্ষেত্রেও এই ফিচার কাজ করবে ডিজিটাল সহকারী হিসেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন