শ্রদ্ধা নিবেদনের জন্য পোপ ফ্রান্সিসের মরদেহ সেইন্ট পিটার্স ব্যাসিলিকায়

বিডি নিউজ ২৪ ভ্যাটিক্যান সিটি প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১৩:৫৩

রোমান ক্যাথলিক খ্রিষ্টধর্মে বিশ্বাসীদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দিতে পোপ ফ্রান্সিসের মরদেহ ভ্যাটিকানের সেইন্ট পিটার্স ব্যাসেলিকায় রাখা হচ্ছে।


বুধবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া শুরু হওয়ার আগ পর্যন্ত পোপের মরদেহ এখানেই থাকবে। এই সময়টিতে ক্যাথলিক বিশ্বাসীরা এখানে এসে পোপকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।


পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁসহ কয়েক ডজন বিশ্ব নেতা উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।


সোমবার ৮৮ বছর বয়সী ফ্রান্সিস স্ট্রোক করে ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান। এক যুগ ধরে রোমান ক্যাথলিক চার্চের সর্বোচ্চ পদ অলংকৃত করা ফ্রান্সিস ভ্যাটিকানের বিভিন্ন নিয়ম ও প্রথার যুগান্তকারী সংস্কার করেন। পোপ ফ্রান্সিসের এই অপ্রত্যাশিত মৃত্যুতে প্রায়ই অশান্ত হয়ে ওঠা এক শাসনকালের অবসান ঘটে, এ সময়টিতে তিনি বারবার ঐতিহ্যবাদীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন এবং দরিদ্র ও প্রান্তিক মানুষের পক্ষ নিয়েছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও