
বাংলাদেশ অলআউট ২৫৫ রানে, জিততে হলে জিম্বাবুয়ের দরকার ১৭৪
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ১৩:২৫
২১৩ রানে নেই ৭ উইকেট। বাংলাদেশের লিড তখন মাত্র ১৩১ রানের। এই রান নিয়ে তো সিলেট টেস্টে জিম্বাবুয়েকে আটকানো যাবে না; এমন ভাবনা থেকে দলের দায়িত্ব নেন জাকের আলী অনিক। তাকে সঙ্গ দেন হাসান মাহমুদ। অষ্টম উইকেটে হাসান মাহমুদকে নিয়ে জুটি করে লিড বড় করার সম্ভাবনা দেখান জাকের। ফিফটিও করেন তিনি।
তবে অপরপ্রান্ত থেকে সহায়তা না পাওয়ায় দলকে বেশি এগিয়ে নিতে পারেননি জাকের আলী। ডানহাতি ব্যাটারের লড়াকু হাফসেঞ্চুরির পরও দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেছে ৭৯.২ ওভারে ২৫৫ রানে। এতে সিলেট টেস্টে জয়ের জন্য মাত্র ১৭৪ রানের লক্ষ্য পেয়েছে জিম্বাবুয়ে।