মেজর সিনহা হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:৪৭

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের করা আপিল হাইকোর্টে শুনানির জন্য আজকের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে।


বুধবার (২৩ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. মুস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেন লিয়নের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।


সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এসএম শাহজাহান সাংবাদিকদের বলেন, সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপসহ দুজনের ডেথ রেফারেন্সের হাইকোর্টে শুনানি আজ বুধবার (২৩ এপ্রিল) শুরু হবে। মামলাটি হাইকোর্টের কজলিস্টে (কার্যতালিকায়) অগ্রাধিকার ভিত্তিতে আছে।


এর আগে চলতি বছরের ২ জানুয়ারি সিনহা মো. রাশেদ খান হত্যা মামলাটি হাইকোর্টে দ্রুত শুনানির উদ্যোগ গ্রহণ করতে অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন করেন তার মা নাসিমা আক্তার। পরে মামলাটি দ্রুত শুনানির আশ্বাস দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও