লেবুর তিন ফর্মুলায় উজ্জ্বল হবে মুখের ত্বক

যুগান্তর প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ১৩:২৭

ত্বকের যেকোনো সমস্যায় সবার আগে থাকবে লেবু। এটি যে কতটা উপকারী তা স্বাস্থ সচেতন হলে এতক্ষণে জেনে গেছেন। লেবুতে আছে ভিটামিন সি, যা ত্বককে পরিচ্ছন্ন ও উজ্জ্বল রাখতে সাহায্য করে। একই সঙ্গে ত্বকে ব্রণ, ফুস্কুড়ি ও র‌্যাশের মতো সমস্যাতেও লেবু বেশ কার্যকরী। 


এর পাশপাশি ত্বকের আরও বেশি যত্ন নিতে লেবুর রস দিয়ে বানিয়ে নিতে পারেন কয়েকটি ফেস মাস্ক। যা আপনার মুখের ত্বককে নরম ও উজ্জ্বল করবে আরও বেশি। কাটিয়ে দেবে তেলতেলে ভাব ও ব্রণ বা কোনো দাগ।



  • লেবু ও টমেটো: ফেস মাস্ক হিসেবে এটি বেশ কার্যকরী। সমপরিমাণে থেঁতো করা টমেটো এবং লেবুর রস একটি পাত্রে মিহি ভাবে মিশিয়ে মুখে মাখুন। ১০-১৫ মিনিট মেখে রেখে ধুয়ে ফেলুন। মুখের ত্বকের ঔজ্জ্বল্য হারালে তা দ্রুতই ফিরবে।

  • লেবু ও হলুদ: সম পরিমাণে লেবুর রস এবং হলুদ মিশিয়ে তাতে অল্প দুধ দিয়ে মিশ্রণ তৈরি করুন। মুখে মেখে রেখে দিন ১০ মিনিট। এই মাস্কে ত্বক মসৃণ হবে। পাশাপাশি রংও দেখাবে উজ্জ্বল।

  • লেবু ও দই: সমান পরিমাণ দই এবং লেবুর রস এক সঙ্গে ভালভাবে মিশিয়ে তাতে মধু দিয়ে তৈরি করুন ফেস মাস্ক। এই ফর্মুলাটি অনেক বেশি কার্যকরী। তৈরি হয়ে গেল ফেস মাস্কটি মুখে মেখে রেখে দেবেন কমপক্ষে ১৫ মিনিট। এতে ত্বকের শুষ্ক ভাব দূর হবে। ত্বকে আসবে ঔজ্জ্বল্য। নিয়মিত ব্যবহারে ত্বকের বলিরেখাও কমবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও