
পাখিকে টেনেহিঁচড়ে নিয়ে আসি, ব্যথায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল
ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমা দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এম রাহিমের পরিচালনায় এই সিনেমায় উঠে এসেছে বাবা-মেয়ের গল্প, যা প্রেক্ষাগৃহে দর্শকের চোখে কান্না ঝরিয়েছে।
পর্দায় জনি থেকে জংলি হয়ে ওঠা চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। সিনেমার প্রথমার্ধে সিয়ামকে সেই চিরায়ত ‘চকলেট বয়’ লুকে দেখা গেলেও পরে তার লুক ও অভিনয় ছিল আগের কাজগুলোর চেয়ে একেবারেই আলাদা। পর্দায় এবার তিনি পাশের বাড়ির ছেলে নন; বরং বখে যাওয়া এক জংলি। পর্দায় তিনি সত্যিই জংলি হয়ে উঠেছিলেন।
সিয়ামের সঙ্গে সিনেমায় পাল্লা দিয়ে অভিনয় করেছেন ছোট্ট নৈঋতা। পাখি নামের ছোট্ট মেয়ের চরিত্রে সে ছিল সাবলীল। রাস্তায় রাস্তায় ঘুরে খাবার কুড়িয়ে খাওয়া, জংলির ঘরে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসা। অত:পর সিয়াম সত্যিই সত্যিই তার বাবা হয়ে উঠেন।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলছেন, ‘জংলি’ সিনেমা টেনে নিয়ে গেছে শিশুশিল্পী নৈঋতাই। সিনেমাটির অক্সিজেনও ছিল সে- এমনও মন্তব্য আসে অনেকের কাছ থেকে। এমনকি প্রিয়তমা নির্মাতা হিমেল আশরাফের কণ্ঠেও শোনা গেছে ‘পাখি’ চরিত্রে নৈঋতার অভিনয়ের প্রশংসা।
জানা গেছে, বাবা-মায়ে একমাত্র মেয়ে নৈঋতা। বর্তমানে থাকছে যুক্তরাজ্যে। ক্লাস ফোরে পড়ুয়া এই কিশোরী প্রথমবারের মতো কোনো সিনেমায় অভিনয় করেছেন। আর প্রথম কাজেই বাজিমাত করেছেন।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমায় অভিনয়
- শিশুশিল্পী