
বেঞ্চে আপত্তিকর আচরণ করায় ফোর্ত ও ফাতিকে বার্সেলোনা কোচের বার্তা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২০:৫৮
লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে খেলার সুযোগ না পেয়ে যেভাবে প্রতিক্রিয়া দেখান আনসু ফাতি ও এক্তর ফোর্ত, তা ভালোভাবে নেননি বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। অসন্তোষ প্রকাশ করে জার্মান কোচ বললেন, ওই দুজন যখন খেলার সুযোগ পাবেন তখন তাদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া দেখতে চান তিনি।
ঘরের মাঠে গত শনিবারের ম্যাচটিতে ৬৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থেকেও ৪-৩ ব্যবধানের রোমাঞ্চকর জয় পায় বার্সেলোনা।
ওয়ার্মআপ করার পরও বদলি হিসেবে না নামানোয় ডাগআউটের পাশে থাকা ‘ওয়াটার কুলারে’ লাথি মারেন ফরোয়ার্ড ফাতি। বেঞ্চে থাকা ডিফেন্ডার ফোর্তও হতাশা প্রকাশ করেন মাঠে নামার সুযোগ না পেয়ে।