ঈদের প্রশংসিত ৬ সিনেমার মেকাপ করেছেন যারা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ১২:১৪

গেল রোজা ঈদে একে একে ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাগুলোকে কেন্দ্র করে অনেকদিন পর জমে উঠেছে ঢালিউডের ব্যবসা। মুনাফার মুখ দেখলেন প্রযোজকেরা। আর হলগুলো পেয়েছে দর্শকের দেখা। বলা চলে বছরজুড়ে ভর্তুকি দিয়ে চালু রাখা প্রেক্ষাগৃহগুলো মূলত রোজা ঈদের আয় দিয়েই টিকে থাকে।


এবার মুক্তি পেয়েছে দেশসেরা নায়ক শাকিব খান অভিনীত দুটি সিনেমা ‘বরবাদ’ ও ‘অন্তরাত্মা’। তমা মির্জাকে নিয়ে আফরান নিশো উপহার দিয়েছেন ‘দাগি’। সিয়াম দুই নায়িকা বুবলী ও দিঘীর সঙ্গে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছেন ‘জংলি’ সিনেমায়। আগের দুটি পর্বের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে না পারলেও ভালোই চলেছে সজল অভিনীত ‘জ্বিন ৩’ সিনেমাটি। এবার তার সঙ্গে নায়িকা হিসেবে যোগ দিয়েছেন নুসরাত ফারিয়া। এদিকে প্রচারের আড়ালে থাকলেও এবারের ঈদে ব্যতিক্রমী এক সিনেমা হিসেবে আলোচনায় এসেছে শরাফ আহমেদ পরিচালিত প্রথম সিনেমা ‘চক্কর ৩০২’। মোশাররফ করিম অভিনীত সিনেমাটি ভালো দর্শক টেনেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও