
এমন ‘অস্বাভাবিক’ গোল অনুশীলনেও নিয়মিত করেন ভালভের্দে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৭
ডান পায়ের ভলিটা যখন করলেন ফেদে ভালভের্দে, মনে হচ্ছিল বুঝি বল চলে যাবে বাইরে দিয়ে। কিন্তু চোখের পলকে বল ঢুকে গেল জালে। গোলকিপার চেষ্টা করতে গিয়েও থেমে গেলেন, তার সাধ্যের বাইরে! আথলেতিক বিলবাওয়ের গোলকিপারের যে অভিজ্ঞতা হলো, সেই অভিজ্ঞতা অনুশীলনে নিয়মিতই হয় থিবো কোর্তোয়ার। রেয়াল মাদ্রিদের গোলকিপার শোনালেন সেই গল্প।
লা লিগার শিরোপা লড়াইয়ে রেয়াল মাদ্রিদের টিকে থাকার আশা যখন আরও ফিকে হয়ে ওঠার পথে, ত্রাতা হয়ে আসেন ভালভের্দে। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের বাইরে থেকে তার দারুণ শট কোনোরকমে ঠেকিয়ে দেন বিলবাওয়ের গোলকিপার উনাই সিমন। মিনিট দুয়েক পর দলকে আর রক্ষা করতে পারেননি সিমন। বক্সের ভেতরে ডানপ্রান্ত থেকে গোলার মতো ভলিতে দূরের পোস্টে বল পাঠিয়ে দেন ভালভের্দে।