
দিনের শুরুতেই জিম্বাবুয়েকে কাঁপাচ্ছে বাংলাদেশ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ১১:৪৬
সিলেটে গতকাল শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল জিম্বাবুয়ের। বাংলাদেশ যেখানে রানের জন্য হাঁসফাঁস করেছে, যেভাবে উইকেট বিলিয়ে দিয়েছেন, জিম্বাবুয়ে ব্যাটিং করেছে স্বচ্ছন্দে। সফরকারীরা ব্যাটিং করেছে ওয়ানডে মেজাজে। অবশেষে সেই জুটি ভাঙল দ্বিতীয় দিনের সকালে।
উদ্বোধনী জুটি ভাঙাই নয়, আজ দ্বিতীয় দিনের সকালে বাংলাদেশের বোলিংয়ে হাঁসফাঁস করছে জিম্বাবুয়ে। নাহিদ রানা ও হাসান মাহমুদের বোলিংয়ে ভেঙে গেছে জিম্বাবুয়ের টপ অর্ডার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভারে ৩ উইকেটে ৯৬ রান করেছে সফরকারীরা। অধিনায়ক ক্রেগ আরভিনের সঙ্গে আরেক অভিজ্ঞ শন উইলিয়ামস ব্যাটিং করছেন।
- ট্যাগ:
- খেলা
- টেস্ট ম্যাচ
- বোলিং