You have reached your daily news limit

Please log in to continue


পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করতে উঠেপড়ে লেগেছে ভারত

শেখ হাসিনা গদিচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর থেকেই ভারত বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য তৎপর হয়ে উঠেছে। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উন্মাদনার ভুয়া তথ্য হাজির করে ভারত প্রতিনিয়ত এমনসব বক্তব্য দিয়ে যাচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু কিছু বিষয়ে তারা নাক গলানোরও চেষ্টা করছে। পতিত শেখ হাসিনা, উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগ করিয়ে দেওয়ার যে স্বপ্ন দেখেছিলেন; জুলাই গণ-অভ্যুত্থানে তা ভেঙে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে।

বাংলাদেশে পূর্বাবস্থা ফিরিয়ে আনার জন্য তারা এখন মরিয়া হয়ে উঠেছে। এ লক্ষ্যকে সামনে রেখে ভবিষ্যতে বাংলাদেশে তাদের স্বার্থরক্ষায় কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে নানামুখী পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। এজন্য ভারত নতুন করে তার গোয়েন্দা সংস্থা ‘র’কে সক্রিয় করেছে। কথিত আছে, জুলাই গণ-অভ্যুত্থানের পরপর ‘র’-এর যে শতাধিক সদস্য বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরে গিয়েছিল, তারা নতুন মিশন নিয়ে বাংলাদেশে ফিরে এসেছে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ‘র’ এযাবৎ যতগুলো উদ্যোগ নিয়েছিল, তা ব্যর্থ হয়েছে। গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ১০ আগস্ট চট্টগ্রামে সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতিবিপ্লব করার পরিকল্পনা করেছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন