চবির সমাবর্তনে যাচ্ছেন না রাষ্ট্রপতি, সমাবর্তন বক্তা প্রধান উপদেষ্টা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৫, ২২:০১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে উপস্থিত থাকবেন না বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তবে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তঅ সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।


সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের থেকে ডি-লিট (ডক্টর অব লিটারেচার) সম্মাননা দেওয়া হবে প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এ শিক্ষককে।


পঞ্চম সমাবর্তন আয়োজন কমিটির সদস্য সচিব ও ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. এনায়েত উল্যা পাটওয়ারী সাংবাদিকদের এ তথ্য জানান।


তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুযায়ী চ্যান্সেলরের অনুপস্থিতিতে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সমাবর্তনের সভাপতিত্ব করবেন।”


আগামী ১৪ মে অনুষ্ঠিত হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন।


এবারের সমাবর্তনে ২০১১ থেকে ২০২৩ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর, পিএইচডি, এমফিল, এমএস, চিকিৎসা বিজ্ঞান, নার্সিং ও সাধারণ ডিগ্রিধারীদের সনদ দেওয়া হবে। তবে এবারের সমাবর্তনে দেওয়া হবে না চ্যান্সেলর পদক।


বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া তথ্যে জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে স্মাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা সাড়ে ২২ হাজার শিক্ষার্থীর পাশাপাশি, এমবিবিএস সম্পন্ন করা এক হাজার ৪২৭, ডেন্টাল ও নার্সিং কলেজের ৪২০, মেডিকেল টেকনোলজিস্ট ৩৩৪ শিক্ষার্থীর পাশাপাশি পিএইচডি সম্পন্ন করা ৩৯ জন এবং এমফিল করা ৪২ জন শিক্ষার্থী তাদের সনদ নেবেন সমাবর্তনে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও