
যা দেখে বুঝবেন চিকেন পক্স কেন হয়, জেনে নিন এর সমাধান
চিকেন পক্স একটা ভাইরাসজনিত রোগ, যা ভেরিসেলা-জোস্টার ভাইরাস সংক্রমণ দ্বারা সৃষ্ট হয়। এটি অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ, যা সহজেই একজন থেকে আরেকজনের দেহে ছড়িয়ে পড়তে পারে। এ ভাইরাসজনিত রোগ ফুসকুড়ি শুরু হওয়ার তিন দিন আগে থেকেই শ্বাস-প্রশ্বাসের সংস্পর্শে এটি সংক্রমণ ঘটাতে পারে। একবার আপনি ভিজেডভিতে আক্রান্ত হলে, ভাইরাসটি সারাজীবন আপনার শরীরে থেকে যাবে। এটি পরবর্তী জীবনে পুনরায় সক্রিয় হতে পারে। তবে সাধারণত একবার চিকেন পক্স হয়ে সেরে গেলে একই তীব্রতায় এটি আবার ফিরে আসে না, তা খুব কমসংখ্যক মানুষের হয়ে থাকে।
এটি ছোঁয়াচে রোগ, তাই পরিবেশে ভিজেডভি ভাইরাসের প্রকোপ বছরের যে সময়টিতে বেড়ে যায়, সেই সময় অনেক মানুষ এতে আক্রান্ত হয়ে থাকেন। তবে ভয়ের কিছু নেই, কিছু সাবধানতা অবলম্বন করলেই, আর উপসর্গ নিরাময়ের চিকিৎসা নিলেই আপনার শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা নিজেই এ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে শুরু করবে।
তবে কীভাবে বুঝবেন যে আপনার শরীরে সক্রিয় ভিজেডভি ভাইরাস ঢুকে পড়েছে কিনা? এর জন্য জানতে হবে বিভিন্ন স্তরে পক্সের লক্ষণগুলো। এক নজরে দেখে নিন এই মৌসুমে কোন কোন লক্ষণ দেখা দিলে সতর্ক থাকতে হবে।
প্রাথমিক উপসর্গ হচ্ছে— হঠাৎ জ্বর চলে আসবে ১০১ থেকে ১০৩ ডিগ্রি। সেই সঙ্গে দেখা দেবে— মাথাব্যথা, গলা ব্যথা, শরীর ব্যথা, অবসাদ ও ক্ষুধামন্দা। এ ছাড়া চর্ম রোগও দেখা দেবে। জ্বর শুরুর ১-২ দিন পর লাল দানার মতো ফুসকুড়ি দেখা দেবে। এরপর বুক, পিঠ, মুখসহ সারা শরীরে ছড়িয়ে পড়বে। ফুসকুড়ি ধীরে ধীরে পানিভর্তি ফোসকায় পরিণত হয়। ফুসকুড়িগুলোতে তীব্র চুলকানি হওয়া স্বাভাবিক। আর শরীরের দুর্বলতা, ক্লান্তি ও কিছু ক্ষেত্রে বমি বমি ভাব হতে পারে।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- চিকেন পক্স