
মায়ের বেশি প্রশংসা পায়নি নৈঋতা, কিন্তু কাঁদছে দর্শক!
গেল ঈদে মুক্তি পাওয়া একগুচ্ছ ছবির বহরে সিয়াম আহমেদের ‘জংলি’ ছিল বেশ আলাদাই। টিজার দেখে অনেকে অ্যাকশন বা থ্রিলার কেন্দ্রিক ছবি মনে করলেও প্রেক্ষাগৃহে যাওয়ার পর ভিন্ন অভিজ্ঞতা পেয়েছে দর্শকেরা। ছবিটি দেখার পর অধিকাংশই বেরিয়েছেন এক ভিন্ন চেহারা নিয়ে; যাদের চোখে মুখে ছিল কান্নার ছাপ।
সামাজিক মাধ্যমে ভাইরাল অনেক ভিডিওতে দেখা যায়, ‘জংলি’ দেখে প্রেক্ষাগৃহে উচ্চস্বরে কান্নাও করেছেন অনেকে। আবার ছবিটি দেখে এক দম্পতি সন্তান দন্তক নেওয়ার কথাও ভেবে রেখেছেন। আবার দর্শকদের পাশাপাশি অভিনয়শিল্পী থেকে শুরু করে চলচ্চিত্র নির্মাতা-পরিচালকেরাও ছবিটি নিয়ে বিস্তর প্রশংসা করেছেন। বিশেষ করে সিয়াম আহমেদ, বুবলী, দীঘিদের ভিড়ে শিশুশিল্পী নৈঋতার অভিনয়ে মুগ্ধ তারা সকলে।
সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ‘জংলি’ সিনেমা টেনে নিয়ে গেছে শিশুশিল্পী নৈঋতাই। সিনেমাটির অক্সিজেনও ছিল সে- এমনও মন্তব্য আসে তাদের কাছ থেকে।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমায় অভিনয়
- শিশুশিল্পী