ব্যর্থ হলেন রোনালদো, হেরে গেল আল নাসর

দেশ রূপান্তর প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৫, ১৩:১৪

ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো সুপারস্টার থাকার পরও আল কাদসিয়ার কাছে হেরে গেছে আল নাসর। হাজার গোলের পানে ছুটতে থাকা পর্তুগিজ মহাতারকা এদিন জালের দেখা পাননি। ২-১ গোলের পরাজয়ে সৌদি প্রো লিগের শিরোপার লড়াইয়ে আরও পিছিয়ে গেল আল নাসর।


শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠে পূর্ণ শক্তির আল নাসরকেই মাঠে নামিয়েছিলেন কোচ স্টেফানি পিওলি। কিন্তু রোনালদো, জন ডুরান, ওতাভিও, মার্সেলো বোজোভিকরা গোল করতে পারেননি। কাদসিয়ার হয়ে ৩৫তম মিনিটে প্রথম গোল করেন তুর্কি আল আম্মার। ৮৪তম মিনিটে আল নাসরকে সমতায় ফেরান সাবেক লিভারপুল তারকা সাদিও মানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও