You have reached your daily news limit

Please log in to continue


হলুদ কার্ড দেখলেন হামজা, তিন ম্যাচ পর জিতল তার দল

কার্ডিফ সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তরণের ক্ষীণ সম্ভাবনা বাঁচিয়ে রাখল শেফিল্ড ইউনাইটেড। শুক্রবারের ম্যাচটিতে তারা ২-০ গোলে জিতেছে। দুটি গোল করেছেন গুস্তাভো হ্যামার এবং বেন ব্রেরেটন। এই পরাজয়ে অবনমনের ঝুঁকিতে পড়ে গেল কার্ডিফ সিটি।

ম্যাচের প্রথমার্ধের ৩৩তম মিনিটে শেফিল্ড ইউনাইটেডকে এগিয়ে দেন গুস্তাভো হ্যামার। ফাউল করে ৬৯তম মিনিটে দেখেছেন হলুদ কার্ড দেখেন হামজা। ম্যাচে ৪টি ক্লিয়ারেন্সের পাশপাশি হামজা ট্যাকেল করেছেন ৪টি। ব্লক শট ছিল ১টি আর সঠিক পাস দিয়েছেন ৮২ শতাংশ। এরপর মূল সময়ের একদম শেষ মুহূর্তে ৮৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেন ব্রেরেটন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন