নদী দিয়ে গ্রিড লাইন পারাপারের কাজ শেষ না হওয়ায় পাবনার ঈশ্বরদীর রূপপুরে নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন শুরু হতে আরও দেরি হওয়ার আশঙ্কাতৈরি হয়েছে।
সম্প্রতি, আন্তর্জাতিক পারমানবিক শক্তি সংস্থার (আইএইএ) সদস্যরা পদ্মা নদীর পাড়ের এই প্রকল্প এলাকায় কাজের আগ্রগতি পরিদর্শনে আসেন। তাদের সঙ্গে আলোচনায়ও গ্রিড লাইন কাজের বিলম্বের বিষয়টি বারবার উঠে আসে।
প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে আইএইএ প্রতিনিধি দল ২৪ ক্যাটাগরিতে ভালোভাবে কাজ সম্পন্ন করার জন্য সন্তুষ্টি প্রকাশ করলেও সুনির্দিষ্ট ১৭টি বিষয়ে আরও উন্নতি করার সুপারিশ এসেছে বলে প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকল্পের উৎপাদন শুরু করতে যেসব প্রতিবন্ধকতা তুলে ধরা হয়েছে, তার মধ্যে অসম্পন্ন গ্রিড লাইনের কাজের বিষয়টি উঠে এসেছে।
আইএইএর ১৭টি পরামর্শের মধ্যে অন্যতম হলো—প্রকল্পের অভ্যন্তরীণ অগ্নি-নির্বাপণ ব্যবস্থার উন্নয়ন, প্রকল্প এলাকায় পরিচ্ছন্নতা নিশ্চিত করাসহ প্রকল্পের কাজের বিভিন্ন খুঁটিনাটি দিক।