আগের রাতে রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানো দেখার আশায় হতাশ হয়েছেন সবাই। সান্তিয়াগো বার্নাব্যুর সমস্ত হুংকার ‘আষাঢ়ে গর্জন’ হয়েই থেকে গেছে। কিন্তু বার্নাব্যুতে যা দেখা যায়নি গতকাল রাতে সেটাই দেখা গেল ওল্ড ট্রাফোর্ডে।
উত্থান–পতনের অনবদ্য এক লড়াইয়ে অবিশ্বাস্যভাবে শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়ে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউরোপা লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগ লড়াইয়ে লিঁওর বিপক্ষে ইউনাইটেডের জিতেছে ৫–৪ গোলে। দুই লেগ মিলিয়ে ৭–৬ গোলের অগ্রগামিতায় সেমিফাইনালে উঠেছে রুবেন আমোরিমের দল।