
বিদ্যুৎ বিল কমানোর ৮টি সহজ উপায়
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৫, ১২:৩০
ছোটবেলায় বাবা-মা বাসায় লাইট-ফ্যানের সুইচ না বন্ধ করার জন্য যে বকাঝকা করতেন, তা নিশ্চয় মনে আছে আপনারও। সেই সময় এগুলো বিরক্তিকর মনে হলেও, এখন বড় হয়ে আমরা বুঝতে পারি বিদ্যুতের দাম বৃদ্ধি কীভাবে আমাদের আয়কে প্রভাবিত করে। যখন মাসের শেষে ভারী বিদ্যুৎ বিল আসে, তখন সত্যিই অসহ্য লাগে। তবে চিন্তা করবেন না, আমরা আপনাকে কিছু কার্যকরী টিপস দিচ্ছি যেগুলো অনুসরণ করে আপনি সহজেই একটি ভালো অংশের টাকা সাশ্রয় করতে পারবেন।
জেনে নিন বিদ্যুৎ বিল কমানোর ৮টি সহজ কৌশল-
১. এলইডি বাল্ব ব্যবহার করুন
এলইডি বাল্ব সাধারণ বাল্বের চেয়ে দামি হলেও এটি ৮০ শতাংশ কম বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘস্থায়ী হয়। একবার বিনিয়োগ করে দীর্ঘমেয়াদে সাশ্রয় করুন।
- ট্যাগ:
- লাইফ
- বিদ্যুৎ বিল
- বিদ্যুৎ বিল কমানো