You have reached your daily news limit

Please log in to continue


দীর্ঘক্ষণ আঁটসাঁট পোশাক পরে থাকলে স্বাস্থ্যের কী ক্ষতি

পোশাক শুধুই শরীর ঢাকা বা ফ্যাশনের জন্যই নয়, এর সঙ্গে শরীর-স্বাস্থ্যের সঙ্গেও সংযোগ রয়েছে। তাই পোশাক পরার আগে ফ্যাশনের সঙ্গে স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। পোশাকের প্রাথমিক শর্তই হলো এটি হতে হবে আরামদায়ক।

সাঁতার, সাইকেল চালানো, শরীরচর্চার সময়ে টাইট বা আঁটোসাঁটো পোশাক পরতে হয় ঠিকই।

কিন্তু অনেকে সবসময়েই টাইট পোশাক পরতে পছন্দ করেন। তবে দীর্ঘক্ষণ খুব আঁটোসাঁটো জামাকাপড় পরলে শরীরের ওপর মারাত্মক প্রভাব পড়ে। আঁটোসাঁটো পোশাক পরলে স্বাস্থ্যের কী ক্ষতি হতে পারে, তা নিয়েই আজকের প্রতিবেদন। চলুন, জেনে নেওয়া যাক।

তাৎক্ষণিক প্রভাব

  • খুব টাইট পোশাক পরলে ত্বকে ঘষা লেগে জ্বালা, লালচেভাব এমনকি ফুসকুড়ি হতে পারে। তাই অন্তর্বাস একেবারেই টাইট পরা ঠিক নয়।
  • টাইট পোশাকের একটি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো স্নায়ুর সংকোচন। যার ফলে অসাড়তা, ঝিনঝিন, এমনকি ব্যথার অনুভূতিও হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন