পেরুর সাবেক প্রেসিডেন্ট, ফার্স্ট লেডির ১৫ বছরের কারাদণ্ড

বিডি নিউজ ২৪ পেরু প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১৯:৫১

ব্রাজিলের এক কোম্পানির কাছ থেকে অর্থ নিয়ে নির্বাচনি প্রচারে ব্যয় করার দায়ে সাবেক প্রেসিডেন্ট ওলান্তা হুমালা ও তার স্ত্রী নাদিন হেরেদিয়াকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে পেরুর এক আদালত।


মঙ্গলবার রায় ঘোষণার সময় রাজধানী লিমার ওই আদালতে হুমালা উপস্থিতি ছিলেন বলে জানিয়েছে বিবিসি।


হুমালা ও তার স্ত্রী সাবেক ফার্স্ট লেডি হেরেদিয়া কোনো ধরনের অন্যায়ে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।


আদালত বলছে, ব্রাজিলের নির্মাণ কোম্পানি ওদেব্রেখট থেকে অবৈধভাবে অর্থ নিয়ে ২০০৬ ও ২০১১ সালের নির্বাচনি প্রচারে ব্যয় করেছিলেন তারা। হুমালার স্ত্রী হেরেদিয়া তাদের দল ন্যাশনালিস্ট পার্টির সহ-প্রতিষ্ঠাতা। তিনি ভিডিও লিংকের মাধ্যমে শুনানিতে অংশ নেন।


ব্রাজিল হেরেদিয়াকে রাজনৈতিক আশ্রয় দেওয়ায় তাকে ছেলেসহ দেশটিতে যাওয়ার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে পেরুর পররাষ্ট্র মন্ত্রাণালয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও