
ঢাকা-পাবনা মহাসড়কে আগুন জ্বালিয়ে শিক্ষার্থীদের অবরোধ
জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের পদোন্নতির রায় হাইকোর্টের মাধ্যমে বাতিলসহ ৬ দফা দাবিতে পাবনা টার্মিনাল গোল চত্বরে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যানবাহনের যানজটে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বাইপাস সড়ক হয়ে টার্মিনাল গোল চত্ত্বরে পৌঁছায়। এসময় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দুপুর দেড়টা পর্যন্ত অবরোধ চলছে।
এ সময় শিক্ষার্থীদের সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করতে দেখা গেছে। কেউ কেউ খণ্ড খণ্ড ভাগ হয়ে সড়কে খেলাধুলা করছেন। এছাড়া নানা স্লোগানে স্লোগানে তাদের দাবি তুলে ধরছেন। অবরোধের কারণে সড়কে যানবাহনের দীর্ঘ সারিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মহাসড়ক অবরোধ
- সড়ক অবরোধ