
গ্রীষ্মে কেমন হতে পারে লোডশেডিং, সামাল দিতে সরকারের পরিকল্পনা কী?
যুগান্তর
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৩০
বাংলাদেশে গরম বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুতের লোডশেডিং এর আশঙ্কা বাড়ছে। শহরের তুলনায় গ্রামে তুলনামূলক লোডশেডিং বেশি হচ্ছে বলে জানা গেছে। এখনো তীব্রতা না বাড়লেও সামনের সপ্তাহগুলোয় লোডশেডিং আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। খবর বিবিসি বাংলা।
এ বছর গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট হতে পারে বলে পূর্বানুমান (ফোরকাস্ট) করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সে অনুযায়ী ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনেরই চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা।
যদিও সংস্থাটির দেওয়া তথ্যই বলছে এখন এপ্রিলে প্রায় সাড়ে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ফলে সেই হিসেবে তা ভরা গ্রীষ্ম মৌসুমে একই বা কিছু বেশি বা কম হতে পারে। এ হিসেবে লোডশেডিং হতে পারে প্রায় চার হাজার মেগাওয়াটের।